আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতপাকিস্তান-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। বাংলাদেশ সময় বিকাল তিনটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে চান বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর পাকিস্তানের নিরাপত্তা নিয়েও সন্তুষ্ট তিনি। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনই বললেন রিয়াদ।
মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা কখনও এমন নিরাপত্তা দেখিনি। এই মূর্হুতে আমরা সত্যিই এটি উপভোগ করছি। পাকিস্তান আমাদের সর্বোচ্চ নিরাপত্তাই ব্যবস্থা করছে এবং এ জন্য আমরা খুশী। আমরা পাকিস্তানে ভালো খেলার চিন্তাই করছি। এখানে ভালো ক্রিকেট খেলার জন্য আমরা এখন অপেক্ষায় আছি।’তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বুধবার (২২ জানুয়ারি) রাতে পাকিস্তানে পৌঁছায় খেলোয়াড় কর্মকর্তাসহ ২৩ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবে সিরিজের তিন ম্যাচ।১২ বছর পর পাকিস্তান সফর করছে বাংলাদেশ। নিরাপত্তার কারণে এবারের পাকিস্তান সফর করতে চায়নি বাংলাদেশ। কিন্তু গত ১৪ জানুয়ারি দুবাইয়ে আইসিসির সভাপতিকে নিয়ে দুবাইয়ে এক বৈঠকে সফর চূড়ান্ত করে বাংলাদেশ ও পাকিস্তান।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন