১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর বৃদ্ধা মনোয়ারা বেগম হত্যা মামলার ভাড়াটে খুনি আবু হানিফ বেপারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গুরুদাসপুর উপজেলার কালাকান্দ (পারগুরুদাসপুর) এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হানিফ শেখ উপজেলার কালাকান্দার গ্রামের রুহুল শেখের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, পুলিশের একটি দল গুরুদাসপুর গ্রামে টহল দিচ্ছিল। ওই এলাকার একটি কলাবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়।পরে সেখান থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। থানায় নিয়ে যাওয়ার পর মৃতদেহের পরিচয় শনাক্ত হয়। গুলি বিনিময়ের সময় পুলিশের সহকারি উপ-পরিদর্শক আবুল কালাম ও রুবেল হোসেন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।উল্লেখ্য, ১৬ জানুয়ারি ভোরে ঘরে ঢুকে বৃদ্ধা মনোয়ারা বেগমকে (৬৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এঘটনায় নিহত বৃদ্ধার দেবরের ছেলে গুরুদাসপুর উপজেলা পরিষদের সাটমুদ্রক্ষরিক খলিলুর রহমানকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এই হত্যাকাণ্ডের ৯ দিনের মাথায় ভাড়াটে খুনি হানিফ বন্দুকযুদ্ধে নিহত হলেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন