১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবছরের প্রথম সপ্তাহের মতো এই সপ্তাহেও কোনো পেক্ষাগৃহে মুক্তি পায়নি দেশি সিনেমা। আজ দেশের কয়েকটি সিনেমা হলে মুক্তি পেয়েছে ওপার বাংলার সোহম-শ্রাবন্তী অভিনিত ‘হুল্লোড়’।
সোহম-শ্রাবন্তী অভিনিত এ সিনেমাটি আজ একই সঙ্গে কলকাতা ও বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত তারিখে পশ্চিমবঙ্গে এটি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আজই বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘হুল্লোড়’।
অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ‘হুল্লোড়’ সিনেমাতে সোহম-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন ওম এবং দর্শনা বণিক।
এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত ‘হুল্লোড়’ বাংলাদেশে মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে গিয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব-বুবলী জুটির সিনেমা ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন