১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবাংলা একাডেমির সভাপতি হিসেবে চতুর্থবারের মতো নিয়োগ পেয়েছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলে আদেশে বলা হয়েছে।
আদেশ অনুযায়ী, ‘বাংলা একাডেমি আইন ২০১৩’ অনুযায়ী আনিসুজ্জামান আগামী ২৯ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত ৩ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, স্বাধীন রাষ্ট্রের সংবিধান রচনায় ভূমিকা পালন, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’, ভারত সরকারের রাষ্ট্রীয় ‘পদ্মভূষণ’ সম্মান অর্জন করেছেন তিনি।
অধ্যাপক ড. আনিসুজ্জামান ২০১২ থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন