১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগত ২৬ জানুয়ারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান বাস্কেটবল কিংবদন্তী ৪১ বছর বয়সী কোবে ব্রায়ান্ট। একই দুর্ঘটনায় পুড়ে ছাই হয়েছেন তার ১৩ বছরের মেয়ে জিয়ান্না। দুই যুগের ক্যারিয়ারে কোবি ব্রায়ান্ট জিতেছেন পাঁচটি এনবিএ চ্যাম্পিয়নশিপ। দু'বার পেয়েছেন এনবিএ ফাইনালের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সম্মাননা।
সদ্য প্রয়াত এ কিংবদন্তিকে আসন্ন অস্কারের আসরে সম্মান জানানো হবে। আগামী ৯ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। আর সেখানেই কিংবদন্তি এই খেলোয়াড়কে সম্মান জানানো হবে।সম্প্রতি একাডেমি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোবি ব্রায়ান্ট পেশাগত জীবনে খেলোয়াড় হলেও একবার অস্কার জয় করেছিলেন।
২০১৮ সালে অ্যানিমেটেড ছবি 'ডিয়ার বাস্কেটবল' তার হাতের মুঠোয় এনে দেয় বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন পুরস্কারটি। ২০১৬ সালে 'ডিয়ার বাস্কেটবল' শিরোনামের একটি চিঠিতে ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন কোবি ব্রায়ান্ট। এর পরের বছর এই চিঠিকে অ্যানিমেটেড ছবিতে রূপ দেন তিনি। সহযাত্রী ছিলেন ডিজনির অ্যানিমেটর গ্লেন কেইন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন