১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতলবণ ছাড়া কোনো খাবারেরই স্বাদ বাড়ে না । খাবারের পরিপূর্ণ স্বাদ পেতে লবণ বেশ গুরুত্বপূর্ণ । তরকারিতে লবণের পরিমাণ কম হলে তা বিস্বাদ হয়ে যায় । আবার লবণের পরিমাণ বেশি হলেও তা মুখে তোলা সম্ভব হয় না । তরকারিতে লবণ কম হলে পরে আবার মিশিয়ে নেয়া যায় । কিন্তু যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কি উপায় ? চলুন তবে জেনে নেয়া যাক অতিরিক্ত লবণ কমানোর দারুণ কৌশল:
১ । ঝোল বেশি জাতীয় কোনো তরকারি হলে তাতে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে তাতে ২টি টমেটোর টুকরো দিয়ে দিন । এর ফলে তরকারিতে থাকা অতিরিক্ত লবণ কমে আসবে। তরকারির স্বাদও ফিরে আসবে ।
২ । তরকারি থেকে লবণ কমানোর আর একটি উপায় হল আটা । একটি পাত্রে কিছুটা আটা পানি দিয়ে মিশিয়ে ছোট ছোট মণ্ড তৈরি করে নিন । এরপর সেগুলো লবণ বেশি হওয়া তরকারিতে দিয়ে দিন । তরকারি একটু ফুটলে আটার মন্ডগুলো শক্ত হয়ে যাবে, আর তরকারির অতিরিক্ত লবণ শুষে নেবে । এবার আটার মণ্ডগুলো তরকারি থেকে তুলে নিন ।
৩ । যদি তরকারিতে বেশি লবণ পড়ে যায় তাহলে তাতে কয়েকটি আলুর টুকরো কেটে দিয়ে দিন । আর সেটি তরকারির সঙ্গে ফুটতে দিন । আলু সেদ্ধ হতে হতে তরকারির অতিরিক্ত লবণ টেনে নেবে । পরে আপনি সেই আলু তরকারি থেকে তুলে নিতে পারেন, আবার নাও তুলতে পারেন ।
৪ । তরকারি থেকে অতিরিক্ত লবণ কম করার আরো একটি উপায় হল লেবুর রস । লেবুর রস মিশিয়ে দিলে তরকারির অতিরিক্ত লবণ কমে যায় ।
৫ । স্যুপ বা তরল কোনো খাবারের ক্ষেত্রে লবণ বেশি হয়ে গেলে তাতে পানির পরিমাণ বেশি করে দিন । এতে পানি ও লবণের পরিমাণ মিশে একটা ঠিকঠাক স্বাদ নিয়ে আসবে ।
৬ । যদি তরকারিটি কোনো সবজির হয় তাহলে সেই তরকারিতে সবজির পরিমাণ বাড়িয়ে দিন । পড়ে দেয়া সবজিগুলো ছোট ছোট কুচি করে কেটে দিয়ে দিন । এতে তরকারির সবজি লবণের সঙ্গে মিশে স্বাদের সমতা বজায় রাখবে ।
৭ । তরকারিতে লবণ বেশি হলে পেঁয়াজ সেই তরকারির স্বাদ ফিরিয়ে আনতে পারে । লবণ বেশি হওয়া তরকারিতে পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে মিশিয়ে দিন ।
৮ । টকদই দিলেও কমতে পারে অতিরিক্ত লবণ । তরকারি বুঝে তাতে টকদই মেশান ।
৯ । মাছের তরকারী হলে ডালের বড়ি দিতে পারেন । তেলের মাঝে বড়ি হালকা ভেজে তরকারিতে দিয়ে দিন । এতে লবণ যেমন কমবে, স্বাদেও আসবে ভিন্ন মাত্রা ।
১০ । সবজি ভাজিতে লবণ বেশি হলে যোগ করুন অনেকটা কাঁটা পেঁয়াজ ও ধনেপাতা । টমেটো কুচিও দিতে পারেন । তারপর ভালো করে ভেজে নিন আবার । দেখবেন লবণ সহনীয় মাত্রায় চলে আসবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন