১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিততানজানিয়ার উত্তরাঞ্চলে একটি গির্জার মাঠে উপাসনার সময় পদদলিত হয়ে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১২ জন।
রোববার দেশটির কর্মকর্তারা এ কথা জানায়। শনিবার খ্যতনামা ধর্মজাজক বনিফেস মোয়ামপসার নেতৃত্বে এক প্রার্থনা উৎসবের সময় এ দুর্ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলীয় মশি শহরের ডিস্ট্রিক্ট কমিশনার কিপি ওয়ারিওবা বলেন, শনিবার বিকেলের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোয়মপসা নিজেকে ‘এ্যাপোস্টল’ বলে দাবি করেন। ‘মাটির ওপর পবিত্র তেল আছে’-তার এমন বক্তব্যের প্রেক্ষিতে অংশগ্রহণকারিরা আরোগ্য লাভের আশায় তা ছুঁয়ে দেখার প্রচেষ্টায় ভীঁড় করলে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন