১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকরোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতন নাগরিক হিসেবে সারাদেশে সবাই এখন মাস্ক ব্যবহার করছে। কিন্তু হঠাৎ করেই বেড়ে গেছে ফেসমাস্কের দাম। স্বাভাবিক অবস্থায় ১০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত মাস্কের দাম থাকলেও, এখন ১৭৫০ টাকা পর্যন্ত উঠেছে এক একটি মাস্কের দাম। রাস্তায়, ফুটপাতে, বিভিন্ন অনলাইন শপে মাস্ক বিক্রি করা হলেও ফার্মেসিগুলোতে মাস্কের সংকট দেখা দিয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারের মানসম্মত সব মাস্ক চীন থেকে আমদানি করা হয়। বর্তমানে চীন মাস্ক রফতানি বন্ধ রেখেছে। আর এ কারণেই বেড়েছে দাম।
রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে ও অনলাইনে বেচাকেনার ওয়েবসাইটগুলোতে ঘুরে দেখা গেছে, ডিস্পোজেবল নন ওভেন ফ্যাব্রিক মাস্ক বিক্রি হচ্ছে ২৫ টাকায়, কটন মাস্ক ১২০ টাকা, স্পঞ্জ অ্যান্টি ডাস্ট মাস্ক ৫০ টাকা, এন-৯৫ (৮২১০) মাস্ক ২৫০ টাকা, এন-৯৫ (৮১১০এস) ১৮০ টাকা, পিএম-২.৫ মাউথ মাস্ক ১২০ টাকা, সাওমি এয়ারপপ থ্রি-সিক্সটি ডিগ্রি অ্যান্টি ফগ মাস্ক ৩৫০ টাকা, সাওমি স্মার্টলি ফিল্টার মাস্ক ৪৫০ টাকা এবং সাওমি পিএম-২.৫ লাইট ওয়েট মাস্ক বিক্রি হচ্ছে ১৭৫০ টাকা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন