১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের একটি বাস ও বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে বাজার করতে আসা মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৩০ জন যাত্রী।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ সীমান্ত এলাকা অভিরামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৭০) ও তার মেয়ে শেফালী বেগম (৪০)।
স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক হতে আসা বাঁশ বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি উল্টে গিয়ে পথচারী মা মেয়ে গুরুত্বর আহত হয়।
পরে এলাকাবাসী আহত মা ও মেয়েকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে কিছুখন পর মেয়ে সেফালী বেগমের মৃত্যু হয়। পরে গুরুত্বর আহত মা রাহেলা বেগম বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
হাইওয়ে থানা পুলিশ এস.আই শাহিন জানিয়েছেন, উভয় পরিবহনের চালক পালিয়ে গেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন