১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতপ্রথমবারের মতো বাংলাদেশে ভয়েস ওভার এলটিই (ভোল্টি) সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড । ১২ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেবাটির উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকরা উদ্ভাবনী এই সেবা উপভোগ করতে পারবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও এই সেবা চালু করা হবে। শুরুতে ঢাকা ও চট্টগ্রামের ৫ হাজারেরও বেশি সাইট ভোল্টি সেবার জন্য সক্রিয় করা হয়েছে।
হাইডেফিনেশন (এইচডি) কোয়ালিটির ভয়েস কল নিশ্চিত করার জন্যই ব্যবহার করা হয় আইপিভিত্তিক ভয়েস কল প্রযুক্তি ভোল্টি । এলটিই ডাটা নেটওয়ার্কে ভয়েসকে আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে বিবেচনা করে এই প্রযুক্তি । এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা মাত্র ৩ থেকে ৪ সেকেন্ডে কল সংযোগ করতে পারবেন, যা প্রচলিত থ্রিজি বা ফোরজি ভয়েস কলের চেয়ে ৪০-৫০ শতাংশ দ্রুত ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে ৫জির পরীক্ষা চালানোর ক্ষেত্রে রবি সবার আগে এগিয়ে এসেছিল । ভোল্টি চালুর ক্ষেত্রে রবি একইভাবে এগিয়ে এলো । যেহেতু রবির মাধ্যমে বাংলাদেশ ভোল্টি-র যুগে প্রবেশ করেছে, তাতে অন্য অপারেটরদের কাছেও ভোল্টির সেবা চালু করার অনুরোধ থাকলো ।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ভোল্টি শুধু এইচডি মানের ভয়েস সেবাই নিশ্চিত করবে না, ভোল্টির মাধ্যমে বাড়তি সক্ষমতা নিশ্চিত হওয়ায় রবির নেটওয়ার্কে ভয়েস কলের মানও বৃদ্ধি পাবে ।
রবি বা এয়ারটেল গ্রাহকরা *৮৬৫৮৩# ডায়াল করে ভোল্টি সেবা গ্রহণ করতে পারবেন । এছাড়া কাস্টমার কেয়ার নম্বর ১২১ এ কল করে বা রবি এবং এয়ারটেলের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও এই প্রক্রিয়া সম্পর্কে গ্রাহকরা বিস্তারিত জেনে নিতে পারবেন ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন