১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতOppo নিয়ে এল আরও একটি নতুন স্মার্টফোন । শুক্রবার বাজারে এসেছে Oppo A31 (2020) । এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ । আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে । নতুন ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা ।
Oppo A31 (2020) -এর দামঃ
ইন্দোনেশিয়ায় Oppo A31 (2020) বিক্রি শুরু হয়েছে । ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় 13,500 টাকা । একাধিক অনলাইন স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে । কালো ও সাদা রঙে পাওয়া যাবে Oppo A31 (2020) । ভারত সহ অন্যান্য দেশে কবে এই ফোন লঞ্চ হবে তা জানা যায়নি ।
Oppo A31 (2020) স্পেসিফিকেশনঃ
Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে । ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ । সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি । এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা । 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর । ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে । কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.0, MicroUSB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন