১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগত শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও সারা আলী খানের ‘লাভ আজ কাল’ সিনেমাটি। প্রায় আড়াই হাজার পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমা। মুক্তির পর শুরুটাও ভালো হলেও পরের দুই দিন বক্স অফিসে তুলনামূলক ব্যর্থ হয়েছে সিনেমাটি।
বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ায় প্রথম দিন বেশ ভালো আয় করেছে ‘লাভ আজ কাল’। কিন্তু গত দুই দিন বক্স অফিসে ভালো করেনি। গত শুক্রবার এটি আয় করে ১২.৪০ কোটি রুপি, শনিবার ৮.০১ কোটি রুপি, রোববার ৮.১০ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৮.৫১ কোটি রুপি।‘লাভ আজ কাল’ পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। কার্তিক-সারা ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আরুশি শর্মা, রণদীপ হুদা প্রমুখ।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন