১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসম্প্রতি মালয়েশিয়ায় লঞ্চ হল Huawei Nova 7i। এই ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনের কোয়াড রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। গোলাপি, কালো ও সবুজ রঙে পাওয়া যাবে Huawei Nova 7i।
মালয়েশিয়ায় Huawei Nova 7i এর দাম 1,099 রিঙ্গিত (প্রায় 18,900 টাকা)। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 22 ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোন বিক্রি শুরু করবে Huawei।
Huawei Nova 7i -তে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10.0.1 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 8GB RAM, 128GB স্টোরেজ ও 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট।
Huawei Nova 7i -এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/a/ac, Bluetooth 5.0, USB Type-C port ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন