১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতহইচই পড়ে গিয়েছিল তাদের বিয়ে নিয়ে। যদিও একটা অংশ আগেই ধরে নিয়েছিল গায়িকা নেহা কাক্কর ও উপস্থাপক আদিত্য নারায়ণের বিয়ে ঘোষণা শুধুই আলোচনা। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো।
ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানের টিআরপি বাড়ানোর জন্যই চ্যানেল কর্তৃপক্ষ এই মিথ্যার আশ্রয় নিয়েছিল। অথচ আদিত্য বা নেহা কেউই সরাসরি এই বিষয়ে কিছু বলেননি। অবশেষে মুখ খুললেন তারা।
ভারতীয় গণমাধ্যমের খবর, এ বিষয়টি নিয়ে আদিত্য নারায়ণ বলেন, আমার হাতে কিছুই ছিল না। যখন বুঝলাম জল এতোদূর গড়িয়েছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নেহাকেও বারবার বিয়ে সম্পর্কে জিজ্ঞেস করা ওর জন্যও বেশ অস্বস্তিকর। আমাকে যখন প্রথম প্রস্তাব দেয়া হয় আমি চ্যানেল কর্তৃপক্ষকে বারবার বলেছিলাম, ব্যাপারটা যেন বেশিদূর না গড়ায়। কিন্তু তারপর যা হলো! অন্যদিকে নেহা কাক্করকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি অট্টহাসিতে ফেটে পড়েন। বুঝিয়ে দেন, সবই টিআরপির খেল!
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন