১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতরাজধানীর কদমতলী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি বিকেলে কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. কাওসার হামিদ খান (৪৫), মো. হেলাল উদ্দিন (৫০) ও বাবু শেখ (৩৬)।
জানা যায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৫ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়। সেই সাথে অভিযানকালে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, ৪ বান্ডিল জাল টাকা তৈরির কাগজ ও ৪টি প্রিন্টারের কালি উদ্ধার করা হয়।
ডিএমপি ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারী প্রিভেনশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া বলেন, গ্রেফতারকৃত প্রত্যেকে জাল টাকা ক্রয়-বিক্রয় ও প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা ও তাদের অন্যান্য পলাতক সহযোগীরা মিলে জাল টাকা তৈরি করে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বাজারজাত করত। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় মামলা রুজু হয়েছে। তথ্য-ডিএমপি নিউজ
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন