১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতLenovo ভারতে নিয়ে আসছে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। সম্প্রতি Lenovo HT10 Pro -এর টিজার সামনে এসেছে। দুর্দান্ত আওয়াজের জন্য এই ইয়ারফোনে বিশেষ ইকুয়ালাইজার প্রযুক্তি ব্যবহার হয়েছে। Lenovo HT10 Pro এর দাম 4,499 টাকা।
Lenovo HT10 Pro স্পেসিফিকেশন:
বিভিন্ন মোডে এই ইয়ারবাডে গানের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যকে প্রাধান্য দেওয়া যাবে। বাস ও ক্ল্যারিটির জন্য এই ইয়ারবাডে দুটি আলাদা মোড থাকছে। একটি মাত্র বাটন চেপে এই মোড বদল করা যাবে। আগে শুধুমাত্র প্রিমিয়াম ডিভাইসে এই ফিচার থাকলেও এবার তুলনামূলক কম দামের ইয়ারবাডেও একাধিক ইকুয়ালাইজার সেটিংস পাওয়া যাবে।
Lenovo HT10 Pro তে ডুয়াল মাইক্রোফোন থাকছে। কোম্পানির দাবি বিশেষ ডিজাইনের জন্য বেশি সময় এই ইয়ারবাড ব্যবহার করলেও কানে ব্যথা হবে না। কল লাগলেও এই ডিভাইস সুরক্ষিত থাকবে। কোম্পানির দাবি এই ইয়ারফোনের কেস একবার সম্পূর্ণ চার্জ করলে 48 ঘণ্টা গান শোনা যাবে। ইয়ারফোনের ভিতরে রয়েছে Qualcomm 3020 চিপসেট। সঙ্গে রয়েছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। ভালো সাউন্ডের জন্য রয়েছে aptX Audio কোডেক সাপোর্ট।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন