১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরী। চলচ্চিত্র ক্যারিয়ারে শিশু শিল্পী হিসেবে কাজ করলেও নায়িকা হিসেবে চলতি সময়ে বেশ কিছু ছবিতে কাজ করছেন। নতুন-নতুন চলচ্চিত্র নিয়েও বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার।সম্প্রতি অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’র আইটেম গানে অংশ নিয়েছেন পূজা।
ছবির নির্মাতা অনন্য মামুন বলেন, ‘সাইকো’র আইটেম গানে অংশ নিয়েছেন পূজা। সুদীপ কুমার দীপের কথায় গানটির শিরোনামও ‘সাইকো আমি সাইকো’। সুর করেছেন লিংকন রয় চৌধুরী। কোরিওগ্রাফিতে ছিলেন- ভারতীয় কোরিওগ্রাফার বব। আর আইটেম গানটির শুটিং হয়েছে নেপালে।'তিনি আরো বলেন, 'আমার মনে হয়, এ গানটি মাহির ‘ম্যাজিক মামনি’ কিংবা পরীমনির ‘ডানা কাটা পরী’র জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে। ছবিতে পূজার বিপরীতে রোশান অভিনয় করেছেন।'
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন