১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনসহ সমসাময়িক নানা ইস্যুতে শনিবার (২২ ফেব্রুয়ারি) বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার বিকেল ৫টায় এ বৈঠক শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত।
গত বুধবার আবারো উচ্চ আদালতে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। রোববার এ জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে, বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে দাবি করে পরিবারের পক্ষ থেকে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে দেশের বাইরে চিকিৎসার জন্য আবেদন করা হয়। এমনকি জামিন আবেদনেও এ কথা উল্লেখের পাশাপাশি বেগম জিয়ার সুচিকিৎসার স্বার্থে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মূলত এ বিষয়ে নিজেদের করণীয় নিয়েই বৈঠকে আলোচনা হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) উচ্চ আদালত থেকে বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। তারা বলছেন, ন্যায়-বিচার পাওয়ার পথ একেবারেই বন্ধ হয়ে গেলে রাজনৈতিকভাবেই বিষয়টি মোকাবিলা করবে বিএনপি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন