১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআগামী ১৩ মার্চ, ২০২০ মুক্তি পাচ্ছে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। পোস্টার, টিজার ও গান প্রকাশের পর এবার উন্মুক্ত হলো ছবিটির ট্রেলার। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়। ট্রেইলারটির সংলাপ, সিনেমাটোগ্রাফি, সংগীত সিনেমাটির প্রতি অন্যরকম আগ্রহ তৈরি করেছে।
পরিচালক বলেন, ‘সিনেমার গল্প নিয়ে কোথাও কথা বলিনি। কিন্তু এর গল্পে চিরায়ত প্রেমের বিষয়টি আছে, তবে গৎবাঁধা নিয়মে প্রেমের গল্প দেখানো হয়নি। গৎবাঁধা কোনো কিছুই দেখানো হয়নি সিনেমায়, দর্শক নতুন কিছুই দেখবেন।’
সিনেমাটির গল্পের মূল চরিত্র অয়ন ও নীরা। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা।রেড অক্টোবরের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন