১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমঙ্গলবার লঞ্চ হয়েছে LG Q51। আপাতত দক্ষিণ কোরিয়ায় এই স্মার্টফোন বিক্রি হবে। এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল ভিশন ডিসপ্লে। থাকছে তুলনামূলক চওড়া বেজেল। অক্টা-কোর প্রসেসরের সঙ্গেই এই ফোনে রয়েছে 3GB RAM ও 32GB স্টোরেজ। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। LG Q51 -র দাম 317,000 দক্ষিণ কোরিয়ান ওন (প্রায় 18,700 টাকা)।
LG Q51 স্পেসিফিকেশনঃ
LG Q51 -এ একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট। সঙ্গে রয়েছে 3GB RAM ও 32GB স্টোরেজ। LG Q51 -এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi, Bluetooth v5.0, NFC ও USB Type-C পোর্ট। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে একটি 4,000 mAh ব্যাটারি থাকছে। এই ফোনে রয়েছে স্টেরিও স্পিকার। থাকছে 7.1 চ্যানেল DTS X 3D স্টেরিও সাউন্ড।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন