১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতশপথ নিয়েছেন রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। বৃহস্পতিবার সকালে শপথ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান। গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বিজয়ী হন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন। একই অনুষ্ঠানে দুই সিটির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়িয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।উত্তরের মেয়রের দায়িত্ব পালন করে আসা আতিকুল ইসলাম পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। আর দক্ষিণের মেয়র সাঈদ খোকন মনোনয়ন না পাওয়ায় এই নির্বাচনে অংশ নেননি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত। ফলে শপথ নিলেও ঢাকার দুই মেয়রকে চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন