১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা সহ ৩ জন গ্রেফতার হয়েছে। শনিবার (২৯ফেব্রুয়ারী) সকাল ও গত শুক্রবার (২৮ফেব্রুয়ারী) সন্ধ্যায় দুটি পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী তাঁতীপাড়া গ্রামের আফজালের ছেলে রাকিব(২৮),বালিয়াডাঙ্গা ইউনিয়নের বড়ঘাট এলাকার সাদিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম(৩২) ও একই ইউনিয়নের নতুন কাউন্সিল এলাকার মৃত আনারুলের ছেলে বকুল(৪০)।
সদর থানার পরিদর্শক (অভিযান) মিন্টু রহমান বলেন, শনিবার সকাল ৯টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামে সড়কের উপর থেকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় রাকিব। এরআগে গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদরের গোবরাতলা ইউনিয়নের চাঁপাই গোরস্থান সংলগ্ন সড়কের উপর থেকে আধা কেজি গাঁজা সহ গ্রেফতার হন মনিরুল ও বকুল।
মিন্টু জানান,দুটি অভিযানের ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার বিকেলে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন