১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ মো. পাশা নামে এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
রোববার সিভিল অ্যাভিয়েশনের সহায়তায় ওই যাত্রীকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা থেকে এক ই-মেইলে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-১১ চেকিং পয়েন্টে ঢাকা থেকে কলকাতাগামী ইউএস বাংলা এয়ারলাইনসের (ফ্লাইট নম্বর বিএস ২০১) যাত্রী মো. পাশার (পাসপোর্ট নম্বর-ইই-০১৩৭৫৪৬) চলাফেরায় সন্দেহ হলে তার ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়।
তল্লাশির পর প্রাথমিকভাবে জুতার ভেতর থেকে ১৪টি সোনার বার জব্দ করা হয়। পরে পুরো দেহ তল্লাশি করে আরও একটি সোনার বার উদ্ধার করা হয়। অর্থাৎ মোট ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ১৫শ’ গ্রাম বা দেড় কেজি। আটক স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন