১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগোপনে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী পায়েল সরকার। তার বরের বেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘হৃদয়হরণ বিএপাস’ ধারাবাহিকের নায়ক জয়ী দেবরায়। তাদের একসঙ্গে সেই ছবি দেখেই গুঞ্জন এখন তুঙ্গে উঠে। নীল-সোনালি রঙের লেহেঙ্গায় নিজেকে মুড়ে রেখেছেন পায়েল।
একই ফ্রেমে বন্দি হয়েছেন বনি-কৌশানী এবং পরিচালক অভিজিৎ দাশগুপ্ত ও সুদেষ্ণা রায়ও। পায়েল-জয়ীর ‘বিয়ে’তে চাঁদের হাট! ছবির কমেন্ট সেকশনেও নেমেছে শুভেচ্ছার বন্যা। না জানিয়ে বিয়ে করে ফেলাতে ক্ষোভ জানিয়েছেন অনুরাগীদের একাংশও।
সত্যিই কি বিয়ে করলেন তিনি? ফাঁস করলেন অভিনেতা জয়ী নিজেই। ছবির ক্যাপশনেই তিনি লিখেছেন, আগামী ছবি ‘বিয়ে ডট কম’-এর জন্যই তার এই বরবেশ। রিয়েল লাইফে বিয়ের প্রসঙ্গই ওঠে না।
‘বিয়ে ডট কম’ ছবিতেই পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন জয়ী। শুটিংয়ের শেষ দিন ছিল। আর সেদিনই পুরো টিমের সঙ্গে এমন ছবি তুলেন তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন