১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিত৫ মার্চ Realme 6 সিরিজের একাধিক স্মার্টফোনের সঙ্গেই বাজারে আসবে কোম্পানির প্রথম ফিটনেস ব্যান্ড Realme Band। বিভিন্ন ধরনের ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। এর মধ্যেই অন্যতম ক্রিকেট মোড। বিশেষ ডিজাইনে এই ফিটনেস ব্যান্ড চার্জ করতে আলাদা কেবেলের প্রয়োজন হবে না। ইউএসবি চার্জারে সরাসরি কানেক্ট করে চার্জ হবে Realme Band।
ইতিমধ্যেই কোম্পানির ওয়াবসাইটে নতুন ফিটনেস ব্যান্ডের ছবি ও বিভিন্ন ফিচার সামনে এসেছে। Realme Band -এ মোট ন'টি ফিটনেস ট্র্যাকিং মোড থাকছে। বাইকিং, রানিং, ওয়াকিং, হাইকিং, ক্লাইম্বিং, যোগা, ফিটনেস, স্পিনিং ও ক্রিকেট মোড থাকছে। কোম্পানি জানিয়েছে শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য থাকছে ক্রিকেট মোড।
গ্রাহকের ঘুমের খেয়াল রাখবে Realme Band। কোম্পানির অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনে ফিটনেস ব্যান্ডের যাবতীয় তথ্য দেখে নেওয়া যাবে। এছাড়াও Realme Band -এ স্মার্ট নোটিফিকেশনের সুবিধা থাকছে। স্মার্টফোনে ইনকামিং কল ও অন্যান্য নোটিফিকেশন এই ফিটনেস ব্যান্ড থেকেই দেখে নেওয়া যাবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন