১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমাশরাফি বিন মুর্তজার অবসর ঘোষণা নড়েচড়ে বসার মতো বিষয়। যদিও ক্রিকেটকে বিদায় বলছেন না মাশরাফি, অধিনায়কত্বকে বলছেন। গেল ছয় বছরে তার নেতৃত্বে ওয়ানডেতে দারুণ খেলেছে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে ভিন্ন এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন মাশরাফির অবসরের বিষয়টাকে বলেছেন ‘স্পেশাল কেস’। তিনি মনে করেন বাংলাদেশকে দেওয়ার মতো এখনো অনেক কিছুই আছে তার। আর পরবর্তীতে যারা অধিনায়ক হবেন তাদের জন্য উদাহরণ তৈরি করে গেছেন ম্যাশ। তাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি।
খেলোয়াড় মাশরফিকে সিলেকশন করা, না করা তাদের জন্য চ্যালেঞ্জিং কিনা এ বিষয়ে বাশার বলেছেন, এখন এই কথা বলার মতো সময় না আসলে। মাশরাফি কিন্তু বাকি খেলোয়াড়দের মতো নয়। সে ভিন্ন, তারটা স্পেশাল কেস। ওর খেলাটা অনেক বড় বিষয়। এখন যেটা বলল অধিনায়কত্ব করবে না। ওটা অনেক বড় বিষয়। ওর যদি ফিটনেস থাকে এখনো বাংলাদেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে।মাশরাফি অধিনায়কত্ব ছাড়ছেন। তবে বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে আর একজন অধিনায়ক মাশরাফির প্রয়োজন হবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন