১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবন্ধুর ছবির প্রিমিয়ারে এসেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেখানেই পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল অন্য এক ছবি। প্রেক্ষাগৃহে হেঁটে এসে ঢোকার মুহূর্তে ছবি শিকারিদের লেন্সবন্দি হয়েছেন আলিয়া, যেখানে বিশেষভাবে ফোকাস করা হয়েছে তার হাতের মুঠোফোনে।
সেখানে দেখা যাচ্ছে, আলিয়ার ফোনের ওয়ালপেপারে রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ একটি ছবি। ফোনটি সন্তর্পণে আড়াল করার চেষ্টা করলেও ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে ঠিক। তারপরই সেই অংশটুকুর ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোছাপা করেননি আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং পর্ব থেকেই দু’জনের ছবি পোস্ট করতেন তিনি। এদিন বেস্ট ফ্রেন্ড আকাঙ্ক্ষা রঞ্জনের নেটফ্লিক্স ফিল্ম ‘গিল্টি’র প্রিমিয়ারে গিয়েছিলেন আলিয়া, একটি পিঙ্ক শর্ট ড্রেসে। সেখানেই তার ফোনের ওয়ালপেপার নজর কেড়েছে সকলের।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন