১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের নতুন সিনেমা রক্তরহস্য'র ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারেই নজর কেড়েছেন তিনি। সৌকর্য ঘোষাল পরিচালিত এই ছবিতে কোয়েল মল্লিককে দেখা যাবে এক রেডিও জকির চরিত্রে। চরিত্রটির নাম স্বর্ণজা।
ট্রেলার লঞ্চে কোয়েল নিজেই জানান, স্বর্ণজা আসলে একজন খুব আবেগপ্রবণ ও নরম মনের মেয়ে। কিন্তু যত কষ্টই হোক সবার সামনে নিজের মুখে হাসি ধরে রাখে সে।
ট্রেলারেও দেখা গেছে, স্বর্ণজা পরোপকারী। মানুষের যেকোনো অসুবিধায় আগে গিয়ে হাত বাড়ায় সে। কিন্তু হঠাৎ একদিন তার কাছে একটি শিশুর ফোন আসে। সে বলে, আমি ভগবানের কাছে চিঠি পাঠাতে চাই। এই ফোন কলটিই স্বর্ণজার জীবন বদলে দেয়। কীভাবে বদলায় সেই চাপান উতরও রয়েছে গোটা ট্রেলার জুড়ে।
এছাড়া ছবির নাম থেকেই বোঝা যায়, ছবিতে রক্তের সঙ্গেই জড়িয়ে রয়েছে রহস্য। রক্তের সম্পর্ক বলতে মা, বাবা, ভাই, বোন বা পরিজনদেরই বোঝায়। কিন্তু রক্তদান করলেও তো রক্তের সম্পর্কই তৈরি হয়! কারণ রক্ত দান করলে এক জনের রক্ত আর একজনের শরীরে বইতে থাকে। এই ভাবনাতেই তৈরি হয়েছে রক্তরহস্য ছবি।
মিতিন মাসি ও সাগরদ্বীপে যকের ধনের পরে আবার কোয়েলকে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে। রক্তরহস্য-এ কোয়েলের ভাইয়ের চরিত্রে রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়া রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, কাঞ্চনা মল্লিকও। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে রক্তরহস্য।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন