১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় দরপতনের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের ধস নেমেছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কিছুটা বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৩৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৪২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতদিন লেনদেনের পরিমাণ ছিল ৪১৫ কোটি ১৩ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে । সিএসই সার্বিক সূচক ৩০৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন