১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতপপ তারকা কেটি পেরি ও অভিনেতা অরলান্ডো ব্লুম গত বছর ভালোবাসা দিবসে বাগদান সারেন। শিগগিরই তারা বিয়েও করবেন।
তবে তার আগেই গায়িকা জানালেন, বিয়ের আগেই মা হতে চলেছেন তিনি। সমপ্রতি কেটির ‘নেভার ওর্ন হোয়াইট’-এর মিউজিক ভিডিওতে তাকে গর্ভবতী অবস্থায় দেখা যায়। টুইটার বার্তায়ও এ বিষয়টি নিশ্চিত করেছেন কেটি।
কেটি পেরি বলেন, ‘সম্ভবত সবচেয়ে বেশি সময় গোপন রাখতে পেরেছি। আমি দেরি করলেও আপনারা এরইমধ্যে জেনে গেছেন। এই গ্রীষ্মে অনেককিছু হতে যাচ্ছে। আমরা অনেক খুশি।’
তার আগে তিনি ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি ইঙ্গিত করে বলেছিলেন, তার অ্যালবাম মুক্তির সময়ে নবজাতক আলোর মুখ দেখবে।
অরল্যান্ডো ব্লুম হবেন কেটি পেরির দ্বিতীয় স্বামী। এর আগে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ২০১০ সালে ভারতে বিয়ে করেন তিনি। তাদের ৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। তবে বিয়ের ২ বছর পরই তাদের বিচ্ছেদ হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন