১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিত‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ ছবির পর পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করছেন ‘পাপ-পুণ্য’। জানা যায়,আসছে অক্টোবরে মুক্তি পাবে গিয়াস উদ্দিন সেলিম নির্মিত নতুন ছবি ‘পাপ-পুণ্য’।
রোববার (৮ মার্চ) সেলিম বলেন, ‘গত বছরের ২৬ আগস্ট থেকে শুটিং শুরু করেছিলাম। একটানা কাজ করেছি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। শুটিং শেষ করে ডাবিংও শেষ। এখন চলছে ছবিটির ব্যাকগ্রাউন্ড তৈরির কাজ। ইচ্ছে আছে চলতি বছরের অক্টোবরে ‘পাপ-পূণ্য’ মুক্তি দেবো। দেখা যাক কী হয়।’
‘পাপ-পুণ্য’ সিনেমাটিতে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকিসহ আরও অনেক প্রিয়মুখ। এছাড়া ছবিটিতে বিশেষ চমক হিসেবে দেখা যাবে মনির খান শিমুলকে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন