আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে শিক্ষার প্রক্রিয়া কার্যকর ও গুণগতভাবে অব্যাহত রাখতে বন্ধ থাকা স্কুলগুলোতে ভার্চুয়াল স্কুল ও দূরবর্তী শিক্ষা কার্যক্রম চালু করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সৌদির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থী ও কর্মীদের সুরক্ষা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশক্রমে এই ‘প্রতিরোধও সতর্কতামূলক’ পদক্ষেপ নেয়া হয়েছে। তারা বলছে, দেশটির সরকারি ও বেসকারি স্কুল এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সৌদির শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মেদ আল-আশশেখ বলেছেন, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ এবং স্কুল শুরু হওয়ার আগ পর্যন্ত তারা প্রাত্যহিক ও সাপ্তাহিক মূল্যায়ন করবেন।
এদিকে সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, এখনও পর্যন্ত সৌদির কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন