১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে করোনাভাইরাস। ক্রীড়া জগতেও করোনা থাবা বসিয়েছে। করোনা আতঙ্কে বিশ্বব্যাপী বহু খেলার আসর পরিত্যক্ত হয়েছে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে৷ ফাঁকা গ্যালারিতে খেলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জনপ্রিয় টুর্নামেন্ট৷ তবে সরাসরি প্রথম সারির কোনো খেলোয়াড়ের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এতদিন সামনে আসেনি৷
এবার এক্ষেত্রেও করোনার ছড়িয়ে পড়ার খবর আসলো। বিশ্বখ্যাত ফুটবল ক্লাব জুভেন্তাসের তারকা ফুটবলারের শরীরে মিলেছে করোনাভাইরাস৷ জুভেন্তাস ও ইতালির তারকা ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ইতালির ফুটবল সংস্থা আগেই সিরি-এ ছাড়াও দেশের মাটিতে বাকি সব ধরনের টুর্নামেন্টের উপর স্তগিতাদেশ জারি করেছে৷ শুধু ফুটবলই নয়, ইতালিতে আপাতত বন্ধ সব রকমের খেলাধুলোর আসর৷রুগানির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব প্রমাণিত হওয়ার পর নিয়ম মাফিক জুভেন্তাস কর্তৃপক্ষ তার সংস্পর্শে আসা সকলের দিকেই কড়া নজর রাখতে শুরু করেছে৷ সেই তালিকায় রয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম তারকা ও জুভেন্তাসের আরেক খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোও।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন