১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঅনেকদিন ধরেই চিত্রনায়ক জায়েদ খান বলছিলেন, বড় একটা খবর দিবেন। এবার সেই খবর জানিয়ে দিলেন। গতকাল জায়েদ বলেন, অ্যাকশন ঘরানার নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি এপ্রিলে। নতুন এই চলচ্চিত্রের নাম ‘টেনশন’।
এটি পরিচালনা করবেন মালেক আফসারী। এর আগে আফসারীর সঙ্গে ‘অন্তর জ্বালা’ ছবির কাজ করেছিলেন জায়েদ। দর্শকরা ছবিটি মুক্তির পর বেশ প্রশংসা করেন। বর্তমানে নতুন সিনেমা ‘টেনশন’-এর গল্পের কাজ চলছে।
এর আগে মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিতে জায়েদ খানের বিপরীতে পরীমনি অভিনয় করেন। তবে ‘টেনশন’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে কে অভিনয় করবেন তা সামনে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা যাবে।
জানা যায়, নতুন এ সিনেমার গল্প, কাহিনী ও সংলাপ নিয়ে কাজ করছেন পরিচালক মালেক আফসারী নিজেই। চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। এটি প্রযোজনায় থাকছেন জায়েদ খান। তাই প্রযোজক ও পরিচালক জুটি হিসেবেও এটি তাদের দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন