১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি M21। ১৬ মার্চ সামনে আসছে স্যামসাং গ্যালাক্সি M সিরিজের নতুন এই ফোন। স্যামসাং M সিরিজের সবকটি ফোনের থেকে সবচেয়ে বড় ব্যাটারি ব্যাকআপ থাকছে এই ফোনে। ফোনটির ডিসপ্লে ডিজাইনেও থাকছে চমক।
স্যামসাংয়ের নতুন এই ফোনেও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ফোনেও থাকছে Super AMOLED ডিসপ্লে। পিছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। অন্য দুই ক্যামেরা সম্পর্কে সঠিক তথ্য না থাকলেও একটি আল্ট্রা ওয়াইড, অন্যটি ম্যাক্রো লেন্স রয়েছে বলে মনে করা হচ্ছে।
স্যামসাং M21-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:
স্যামসাং গ্যালাক্সি M21-এ Infinity-U ডিজাইনের ডিসপ্লে রয়েছে। সেলফি তোলার জন্য ফোনটিতে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে। ফোনে থাকবে ৬,০০০ mAh ব্যাটারি। এই ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন