১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতদেশীয় বিনোদনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পেয়েছে। এরপর তেমন কোনো ব্যবসা সফল সিনেমায় তাকে দেখা যায়নি। বর্তমানে বেশকিছু স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা।
তিনি সম্প্রতি ডাবিং শেষ করেছেন সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমার। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। এটি সামনেই মুক্তি পাবে। নতুন কাজের প্রসঙ্গে পপি বলেন, ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এ ছবিতে অনেকদিন পর অ্যাকশন দৃশ্যে দর্শকরা আমাকে দেখতে পাবেন। দারুণ একটি গল্প।
তিনি আরো যোগ করেন, এ ছবির পর নতুন একটি সিনেমার কাজ নিয়ে কথা হচ্ছে। সব চূড়ান্ত হলে শিগগিরই জানাবো।
এদিকে পপি চলচ্চিত্রের বাইরে অনন্য মামুনের ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’, তৌহিদ মিতুলের ‘গার্ডেন গেম’-এ অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। সামনে ভালো কাহিনীর গল্প পেলে নাটক বা ওয়েব সিরিজে কাজ করতেও আপত্তি নেই বলে জানিয়েছেন পপি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন