১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনতুন মুখের সন্ধান থেকে আসা চলচ্চিত্র অভিনেতা দিপুল দেওয়ান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকালে নিজ বাসভবন খিলগাঁও-এ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
বাংলাদেশ ফিল্ম ক্লাব সূত্রে জানা যায়, বিকেলে আসরের নামাজের পর এই অভিনেতাকে বিক্রমপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বাংলাদেশ ফিল্ম ক্লাবের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন তিনি।
জায়েদ খান বলেন, ‘কিছুদিন আগেও শিল্পী সমিতিতে এসেছিলেন দিপুল ভাই। সকালে হঠাৎ তার মৃত্যুর খবর শুনে খারাপ লাগে। খবর পেয়ে তার বাসায় গিয়েছি। তিনি আমাদের শিল্পী সমিতির সদস্য ছিলেন। কাজ না থাকলেও তিনি সমিতিতে আসতেন। খোঁজখবর নিতেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।’
সবশেষ প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী কথাচিত্র থেকে নির্মাণাধীন এবং নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেন দিপুল দেওয়ান। অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন