১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআগামী ১৭ মার্চ মায়ানমারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন। প্রতিবেশি দেশে এবার রিয়েলমি নিয়ে আসছে রিয়েলমি 6i।
Geekbench ওয়েবসাইটের মাধ্যমে সামনে এসেছে নতুন এই ফোনের ফিচার। চীনা এই কোম্পানিটি তাদের নিজস্ব ফেসবুক পেজে মায়ানমারের লঞ্চ-এর তারিখ ঘোষণা করেছে। যদিও দাম সম্পর্কে এখনও সঠিক কিছু জানা যায়নি। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি 6i-এর সম্ভাব্য স্পেসিফিকেশন-
রিয়েলমি 6i স্পেসিফিকেশন:
১) এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।
২) ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ থাকছে এই ফোনে।
৩) এই ফোনে ৬.৫২ ইঞ্চের ডিসপ্লে থাকছে।
৪) এলইডি ফ্ল্যাস-সহ এই ফোনের পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সল ডেপ্থ ক্যামেরা। আর সামনে থাকছে ১৬ মেগাপিক্সল-এর সেলফি ক্যামেরা।
৫) এই ফোনে ৫০০০ mAh ব্যাটারি থাকছে। এছাড়াও থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট ও ১৮W ফাস্ট চার্জ সাপোর্ট।
৬) এই ফোনে থাকছে মিডিয়া টেক হেলিও G৮০ চিপসেট।
৭) Snapdragon ৭১০ চিপসেট থাকছে এই ফোনে।
৮) এই ফোনের ওজন ১৯৫ গ্রাম।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন