১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতনওগাঁর ধামইরহাটে ২৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক করা হয়েছে। ১৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান জানান, গতকাল শুক্রবার পাগলাদেওয়ান বিওপির নায়েব সুবেদার ইদ্রিস আলীর নেতৃত্বে শুক্রবার সকাল ৭ টার সময় ধামইরহাট উপজেলার রূপনারায়নপুর এলাকা হতে ১৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।
এছাড়া ভোর ৪টায় কালুপাড়া বিওপির হাবিলদার সেলিম হেসেনের নেতৃত্বে ধামইরহাট উপজেলার ওস্তামাবাদ এলাকা থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।এ সময় উপজেলার জগদল জগৎনগর এলাকার জিয়াউর রহমানের ছেলে মিল্লাত হোসেন (২৪) ও মঙ্গলবাড়ী জাহানপুর এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪০) কে আটক করা হয়।
অপর দিকে পাগলাদেওয়ান বিওপির নায়েব সুবেদার ইদ্রিস আলীর নেতৃতে রাত আনুমানিক ১টার সময় জয়পুরহাট সদর উপজেলার তেরগাতি এলাকা হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জয়পুরহাট জেলার ভুটিয়াপাড়া তেরগাতি গ্রামের জাবেদ মন্ডলের ছেলে তানজিল হোসেন (৪০) কে আটক করে। আটককৃত মাদকদ্রব্যের মোট মুল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন