১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকরোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশনা মেনে গত আট দিন ধরে নিজেকে গৃহবন্দি করে রেখেছেন বিদ্যা সিনহা মিম। বাইরে বের হচ্ছেন না তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তায় আরও এক মাস তিনি ঘরেই থাকবেন বলে জানিয়েছেন।
ঘরবন্দি অবস্থায় কেমন কাটছে সে বিষয়ে গণমাধ্যমকে মিম জানিয়েছেন, ঘরেই জিম করার ব্যবস্থা করেছি। সিনেমা দেখছি। যে কাজটি কখনো করা হয় না, ঘর গোছানো, সেটা করছি বেশি। ঘরের জিনিসপত্র সাজানোর কাজে সময় দিচ্ছি। এভাবেই দিন কেটে যাচ্ছে।
তবে তিনি তার নিজের চেয়ে বেশি চিন্তিত মা-বাবাকে নিয়ে। মিম বলেন, ‘মা–বাবা দুজনই ডায়াবেটিসের রোগী। এ কারণে আগে থেকেই ঘরে অবস্থান করছি আমি। তাদের চোখে চোখে রাখার চেষ্টা করছি।’
করোনায় দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন। নিহত হয়েছেন ৫ জন এবং সুস্থ হয়েছেন সাত জন। সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি বাইরে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন