১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকরোনা ভাইরাসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৮৫ হাজার ৩৩৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ১ হাজার ২৯৫ জন মৃত্যু বরণ করেছেন। এদিকে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মার্কিন অভিনেতা মার্ক বাম। তার বয়স হয়েছিল ৬৯।
খবরটি নিশ্চিত করে মার্কের স্ত্রী জেনেট জারিস ফক্স নিউজকে বলেন, 'আমার স্বামী ২৫ মার্চ মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালে তার মৃত্যু হয়েছে।'
মঞ্চ অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ছিলেন মার্ক। তবে ডেসপারেটলি সিকিং সুজান, ক্রোকোডাইল ড্যান্ডী সহ বেশ কয়েকটি সিনেমাতেও তাকে দেখা গেছে। পাশাপাশি সম্প্রতি এইচবিও চ্যানেলের সাকসেশন, নেটফ্লিক্সের ইউ এবং অ্যামাজনের মোজার্ট ইন দ্য জঙ্গল সিরিজে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন