আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরোনা ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে ভাইরাসটির সংক্রমণ রোধে সরকারি ব্যবস্থার পাশাপাশি এগিয়ে এসছেন বিভিন্ন ব্যক্তি ও শিল্প প্রতিষ্ঠান।
এবার করোনা ভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেন ব্রিটেনের বক্সার আমির খান। নিজের বিলাসবহুল চারতলা বাড়িটি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ব্যবহার করতে দিতে প্রস্তত। এ বাড়িটি তিনি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিতেন।
বুধবার (২৫ মার্চ) নিজের টুইটারে এ কথা জানান। সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘এই কঠিন সময়ে হাসপাতালের বেড পাওয়া সাধারণ মানুষের জন্য কতটা কষ্টকর তা বুঝতে পারছি। আমার ৬০ হাজার বর্গফুটের চার তলা বাড়ি দিতে তৈরি আছি করোনা আক্রান্তদের সাহায্যের জন্য। বিয়ে বাড়ির কাজে বাড়িটি ব্যবহৃত হয়।’’
আমির খান ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন ছিলেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন