১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকারের জেনারেল ম্যানেজার স্টিভ ব্যালাডসহ ১৬ জন কর্মী ও ৭ জন ঠিকাদারকে চাকরিচ্যুত করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। করোনাভাইরাসে ক্রীড়াঙ্গনের অচলাবস্থায় আর্থিক সঙ্কটে পড়ে এ সিদ্ধান্ত নিল সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন।
কভিড-১৯ মহামারীর কারণে এই প্রথম কোনো রাজ্য ক্রিকেট বোর্ড তাদের কর্মীদের ছাঁটাই করেছে। এছাড়াও এসএসিএ সভাপতি অ্যান্ড্রু সিনক্লেয়ার নিশ্চিত করেছেন, বোর্ডের বাকি সব কর্মীর বেতন ২০ শতাংশ কমিয়ে দেওয়া হবে। এই তালিকায় আছেন প্রধান নির্বাহী কিথ ব্র্যাডশও।
রাজ্য দলের প্রধান কোচ খোঁজার প্রক্রিয়াও আপাতত বন্ধ রেখেছে তারা। পারস্পরিক সমঝোতায় জেমি সিডন্স চাকরি ছাড়ার পর নতুন কোচের খোঁজ চলছিল। সিডন্স একসময় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ। এই দুযোর্গেও অবশ্য আরও দুইজন অভিজ্ঞ কোচের সঙ্গে এসএসিএর চুক্তি থাকছে। বিগ ব্যাশ দল স্ট্রাইকার্সের কোচ হিসেবে থাকছেন সাবেক পেসার জেসন গিলেস্পি। হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবে থেকে যাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়া কোচ টিম নিলসন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন