১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতভারত ছাড়াও বিশ্বের বহুদেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস। প্রতিবেশী পাকিস্তানেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশটির সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেখা গেছে জনতার মাঝে দাঁড়িয়ে মাস্ক ও সাবান বিতরণ করতে। তার এমন মহতী উদ্যোগের প্রশংসা করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।
সাবেক পাক তারকা ক্রিকেটারের মাস্ক-সাবান বিতরণের ছবি শেয়ার করে ভাজ্জি লেখেন– মানবতার জন্য মহান কাজে আফ্রিদি। সৃষ্টিকর্তা আমাদের সবার প্রতি কৃপা করুন। আপনি আরও শক্তি পান। বিশ্ববাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করছি।
হরভজনের টুইটটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি লাইক পড়েছে। ২০০-এরও বেশি রিটুইট হয়েছে। এদিকে আফ্রিদি একটি কোলাজ ছবি টুইট করে ক্যাপশনে লেখেন– অভাবীদের সেবার জন্য তিন দিন: দয়া করে ঘরে থাকুন। জীবাণু থেকে বাঁচার জন্য লোকদের সাবান, মাস্ক ও খাবার দিলাম। চলুন একসঙ্গে মিলে এটিকে ধ্বংস, নির্ল করি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন