১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকরোনার প্রাদুর্ভাব রোধে অনেক প্রতিষ্ঠানই তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। আর তাই ইন্টারনেটের গ্রিডে ব্যাপক চাপ পড়ছে। এর ফলে যাতে ইন্টারনেট গ্রিডলকের মুখে পড়তে না হয় সেজন্য নতুন এক পদক্ষেপ নিচ্ছে ইউটিউব।সেটি হচ্ছে যুক্তরাজ্যে এবং ইউরোপীয় ইউনিয়নে স্ট্রিমিং কোয়ালিটি কমিয়ে দিচ্ছে গুগলের এই ভিডিও প্লাটফর্ম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে সিএনএন।
গুগলের এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ৩০ দিন যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে স্ট্রিমিং কোয়ালিটি কমিয়ে রাখা হবে। তিনি বলেন, আমরা সরকারি কর্মকর্তা এবং নেটওয়ার্ক পরিচালনাকারীদের সঙ্গে কাজ করে যাবে সিস্টেমের ওপর চাপ কমানোর জন্য। একই সঙ্গে গ্রাহকদের দিকটাও বিবেচনায় রাখবো।
ইইউ’র ইন্টারনেট মার্কেট কমিশনার থিয়েরি ব্রেটন ভিডিও কোয়ালি কমানোর জন্য স্ট্রিমিং প্লাটফর্মগুলোর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। তার অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার স্ট্রিমিং কোয়ালিটি কমিয়ে দেয়ার ঘোষণা দেয় নেটফ্লিক্স। এবার ইউটিউবের পক্ষ থেকেও একই ঘোষণা আসলো।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন