১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকরোনা ভাইরাসে প্রাদুর্ভাব এখন পুরো বিশ্বে। বাংলাদেশের মানুষও ভাইরাসের কারণে এখন ঘরবন্দি। যার ফলে দিনমজুররা পড়েছেন সব থেকে বিপাকে। ফুরিয়ে গেছে অনেকের ঘরের খাবার। এমন দুর্দিনে সেই সব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন শোবিজ তারকারা।করোনায় অসচ্ছল মানুষদের পাশে এবার দাঁড়ালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা ও তার স্বামী সানাউল্লাহ নূর সাগর। তাদের সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট(SFED)’। এ ফাউন্ডেশনের মাধ্যমে গতকাল থেকে ঢাকা ও আশে-পাশের অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন সালমা। ২০০ পরিবারের মধ্যে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন তিনি।
এ প্রসঙ্গে সালমা বলেন, আমরা খুঁজে খুঁজে দরিদ্র মানুষদেরকেই সহায়তা দিচ্ছি। যাতে প্রকৃতদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। এর ফলে দিনমজুররাই বেশি বিপদে পড়েছেন। কারণ তাদের হাতে কোন কাজ নেই। এমন মানুষদের সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। সবারই উচিত, দেশের এমন পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তাদের একটু সাহায্যে বেঁচে যাবে অসংখ্য পরিবার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন