১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ও জরুরি প্রয়োজনেও অনেককে বের হতে হচ্ছে। তাই করোনার থেকে বাঁচতে এসময় সাবধানতা ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার বিকল্প নেই।
• বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন
• ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে
• আর হাতে সাবান লাগানোর পর খেয়াল করে পানির কল বন্ধ রাখুন
• বাইরে যেতে যারা নিজেদের গাড়ি ব্যবহার করছেন, তারা কিছুটা কম ঝুঁকিতে রয়েছেন
• তবে গাড়ির দরজা ও সিট নিয়মিত পরিষ্কার রাখতে হবে
• বাইরে থাকার সময় নাকে, মুখে বা চোখে অপরিষ্কার হাত দেবেন না
• জানেন তো এই পথেই ভাইরাস শরীরে প্রবেশ করে
• সব সময় সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখুন
• পাবলিক বা ভাড়া গাড়িতে উঠলে দরজা বন্ধ করা ও খোলার পর অবশ্যই হাতে স্যানিটাইজার ব্যবহার করুন
• বাজার করতে, অফিসে ডেস্কে বসতে বা কারো সঙ্গে কথা বলার সময়ও এক মিটার দূরত্ব বজায় রাখুন
• অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা যাবে না
• ঘরে ফিরে বাইরের পোশাক পরিবর্তন করে নিন, সাবান পানি দিয়ে আবার খুব ভালো করে হাত ধুয়ে নিন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন