আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরোনাভাইরাস মহামারির কারণে বাতিল হয়েছে উইম্বলডন। এই ঘটনায় তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন আটবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। উইম্বলডন বাতিল হয়ে যাওয়ার কথা ঘোষণা পর একটি মাত্র শব্দ টুইট করেন ফেদেরার, 'ডিভাস্টেটেড'। এতের তার মনের অবস্থা প্রকাশ করেছেন তিনি।
উইম্বলডন বাতিল হয়ে যাওয়ায় অত্যন্ত মর্মাহত বলে জানিয়েছেন মহিলাদের সিঙ্গলসে সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
২০২১ এর উইম্বলডনের সময় ফেদেরার ও সেরেনা দু-জনেরই বয়স প্রায় ৪০ হবে । ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল উইম্বলডনের। করোনাভাইরাসের কারণে তা বাতিল করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার বন্ধ হলো উইম্বলডন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন