১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমহামারি করোনা ভাইরাস মোকাবেলায় দুই বছরের বেতন পিএম-কেয়ার্সের ত্রান তহবিলে দান করবেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাংসদ এবং সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনটাই ঘোষণা দেন গম্ভীর। নিজের অফিসিয়াল টুইটারে গম্ভীর লেখেন, ‘লোকজন জিজ্ঞেস করে তাদের দেশ তাদের জন্য কি করতে পারে। সত্যিকারের প্রশ্ন হলো তোমার দেশের জন্য তোমরা কি করতে পারো?’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি দিল্লিকে ট্যাগ করে গম্ভীর আরও লিখেন, ‘আমি আমার দুই বছরের বেতন পিএম-কেয়ার্স ফান্ডে দান করছি। আপনাদেরও সামনে আসা উচিত।’ভারতে এখন পযর্ন্ত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৯৬৫। মারা গেছে ৫০ জন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন