১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকরোনা ভাইরাস থেকে নিজে ও সবাইকে নিরাপদ রাখতে বিশ্ববাসীর স্লোগান-‘বাড়িতে থাকুন নিরাপদে থাকুন’ পুনরাবৃত্তি করল গুগল। করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে ডুডল প্রকাশ করেছে গুগল। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এই বিশেষ ডুডল চোখে পড়ছে।
হোম অর্থাৎ বাড়ির আদলে গুগল লেখাটি সাজিয়েছে এই সার্চ জায়ান্ট। এতে করে সংকটকালীন এই মুহূর্তে বাড়িতে থাকাকে উৎসাহিত করছে গুগল। বাড়িতে অবস্থানকালীন বই পড়ে, গান শুনে, সিনেমা দেখে, বাদ্যযন্ত্র বাজিয়ে এবং শরীরচর্চা করে সময় কাটাতে বলছে গুগল।
ডুডলে ক্লিক করলে গুগল নিয়ে যাচ্ছে একটি বিশেষ পেজে। সেখানে বলা হচ্ছে, করোনাভাইরাস থেকে বাঁচতে কী করা যাবে আর কী করা যাবে না। গুগল বলছে, কোডিভ-১৯-এর ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তাই প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচার অন্যতম উপায়-
১. প্রতিদিন সাবান ও পানি কিংবা অ্যালকোহলভিত্তিক হ্যান্ড রাব দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধৌত করুন;
২. হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু বা রুমাল ব্যবহার করুন;
৩. অসুস্থ ব্যক্তি থেকে কমপক্ষে এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রেখে চলুন এবং
৪. নিজে অসুস্থবোধ করলে বাড়িতে অবস্থান করুন।
এছাড়া অপরিষ্কার হাতে নাক, মুখ, চোখ স্পর্শ করতে নিরুৎসাহিত করেছে গুগল।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন